OrdinaryITPostAd

ডাটা এন্ট্রি জব করে অনলাইনে টাকা ইনকাম করার উপায়

 অনলাইনে ডাটা এন্ট্রি জব করে ইনকাম করা অনেক সহজ হয়ে গেছে।

যারা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান তাদের কাছে ডাটা এন্ট্রি জব অনেক গুরুত্বপূর্ণ।

যারা মনে করে ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এগুলো দিয়ে যেমন ফ্রিল্যান্সিং করা সম্ভব তেমনি ডাটা এন্ট্রি জব করতে ফ্রিল্যান্সিং করা সম্ভব।

বর্তমানে অনেকেই ফ্রিল্যান্সিং হিসেবে ডাটা এন্ট্রি কেই সহজ ভাবে বেছে নিয়েছে। কেননা এই জব অনেক সহজ এবং অনেক টাকা  আয় করা যায়।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এখন ডাটা এন্ট্রি জব সহজেই পাওয়া যাচ্ছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর বাহিরে নানান ওয়েবসাইটে ডাটা এন্ট্রি জব পাওয়া যায়।

এমনকি কোন ক্লায়েন্টের তত্ত্বাবধানে থেকে তার জন্য ডাটা এন্ট্রি জব করে ইনকাম করা যায়।

ডাটা এন্ট্রি জব করে মাসে হাজার হাজার টাকা সহজে ইনকাম করা যায়। 

কেননা ডাটা এন্ট্রি জব অন্যান্য ও কাজের থেকে সহজ এবং দ্রুত করা যায়।

আপনি চাইলে ডাটা এন্ট্রি জব করে প্রতি মাসে ১০ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

তবে সবার আগে আপনাকে জানতে হবে ডাটা এন্ট্রি জব কি? কোথা থেকে এই জব শিখতে হবে এবং কিভাবে এই সহজ কাজ করে ইনকাম করা যায়।


ডাটা এন্ট্রি কি?


ডাটা এন্ট্রি হলো অনলাইন  জগতের একটি সহজ এবং গুরুত্বপূর্ণ কাজ। ডাটা এন্ট্রি অর্থাৎ কোন ডাটা কে কোথাও লেপিবদ্ধ করা। 







কোন গুরুত্বপূর্ণ তথ্য বা  তথ্যাদি নির্দিষ্ট জায়গায় ডিজিটাল ভাবে লিপিবদ্ধ করা ।


ডাটা এন্ট্রি জবের অনেক চাহিদা রয়েছে। যে কেউ এই জব শেখে অনলাইনে অনেক টাকা ইনকাম করতে পারে। এবং বাস্তবেও ডাটা এন্ট্রি জবের চাহিদাও অনেক।


যে কেউ চাইলে ডাটা এন্ট্রি কাজ করতে পারে। এর জন্য শুধু কম্পিউটারের বেসিক স্কিল টুকু শিখলেই চলবে।


আপনি যদি সঠিকভাবে ডাটা এন্ট্রি জব করতে পারেন তাহলে প্রতি মাসে অনলাইনে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন।


ডাটা এন্ট্রি জবের চাহিদা বিশ্বব্যাপী হওয়ার কারণে এর প্রসার দিন দিন বাড়ছে।


তাই আপনি চাইলে ডাটা এন্ট্রি জব শিখে অনলাইনে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন।




ডাটা এন্ট্রি কাজের জন্য যা যা বিষয় খেয়াল রাখতে হবে


এই সহজ কাজের জন্য কোন দক্ষতার প্রয়োজন নেই। এই কাজের জন্য আপনাকে অল্প পরিমাণ জানলেই হবে।


কম্পিউটারে টাইপিং করতে পারলে ডাটা এন্ট্রি জব আপনার জন্য হতে পারে আয়ের সম্ভাবনা। 


ডাটা এন্ট্রি জব এর জন্য যা যা বিষয় খেয়াল রাখা জরুরী তা হল-



১. কম্পিউটারে টাইপিং জানতে হবে। টাইপিং এর স্পিড ভালো হতে হবে।

২. মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেইল, ওয়েবসাইট ইত্যাদির বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

৩. Google Docs,Google Sheets, Google Drive, Google slides এর মত গুগল সার্ভিসগুলি সম্বন্ধে ভালভাবে জানতে হবে।

৪. Word to Pdf, Pdf to Excel ইত্যাদি কনভার্টার টুলস সম্বন্ধে জানতে হবে।

৫. আপনাকে নির্ভুল ভাবে টাইপিং করার দক্ষতা থাকতে হবে।

৬. ক্লায়েন্টদের সাথে সর্বদা ভাল যোগাযোগ স্থাপন করতে হবে।

৭. টাইম ম্যানেজমেন্ট এর দক্ষতা থাকতে হবে।



ডাটা এন্ট্রি জব করে ইনকাম করার ওয়েবসাইট


ডাটা এন্ট্রি কাজের ব্যাপকতা অনেক।  সকল প্রকার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি জব  করে উপার্জন করতে পারবেন।


এ সকল  ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করা অনেক সহজ।


ডাটা এন্ট্রি জব করে অনলাইন থেকে ইনকাম করার অনেক গুলো ওয়েবসাইট রয়েছে ।


এদের মধ্যে সবথেকে ভালো ১০টি ওয়েবসাইট হলো:


  1. Upwork

  2. Freelancer.com

  3. People Per Hour

  4. Guru

  5. Fiverr

  6. Seoclerks

  7. Mega Typers

  8. REV

  9. SimplyHired

  10. CapitalTyping



কয়েকটি অনলাইন ডাটা এন্ট্রি জব


বিভিন্ন ধরনের পদ্ধতিতে ডাটা এন্ট্রি জব করে ইনকাম করা যায়। বহুৎ সংখ্যক  ফ্রিল্যান্সাররা এই জব করে মাসে অনেক টাকা আয় করে।

এ কাজের পারিশ্রমিক কম হলেও  বহু কাজ রয়েছে। অর্থাৎ কাজের সংখ্যা অনেক বেশি।


আর প্রায় সকল ধরনের  ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এ কাজ পাওয়া যায়। ডাটা এন্ট্রি কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: 


  1. কপি পেস্ট জব

  2. ডাটা মাইনিং

  3. ডাটা স্ক্রাপিং

  4. ক্যাপচা এন্ট্রি

  5. ট্রান্সক্রিপশন

  6. সি এম এস ডাটা এন্ট্রি

  7. Image-to-text recognition

  8. Translator

  9. Caption Entry




১. কপি পেস্ট জব (Copy paste Job) – ডাটা এন্ট্রি জব করে ইনকাম


এই কাজ করার জন্য ক্লাইন্ট একটি এক্সেল শিট দিয়ে থাকে। যাতে কিছু সংখ্যক ডাটা দেয়া থাকে।


এটা দেখে দেখে বিভিন্ন সফটওয়্যারে বা  অ্যাপে ডাটা বসাতে হয়। এক্ষেত্রে কোন জায়গায় কোন ডাটা বসাতে হবে তা আপনাকে চিন্তাভাবনা করে বসাতে হবে।


কপি পেস্ট জব করে আয় করা খুবই সহজ। এই কাজ করার জন্য কিছু সাম্যক জ্ঞান বা ধারণা থাকলেই পারা যায়। এই কাজ মোবাইলের মাধ্যমেও করা যায়।


ডাটা এন্ট্রি কাজের মধ্যে কপি পেস্ট জব এর সংখ্যা অনেক বেশি। এ কাজটি তুলনামূলকভাবে অনেক সহজ এবং বাইরে কাজটি বেশি করে।


ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই জবের চাহিদা অনেক বেশি।  বহু লোক এই  কাজ করে অনলাইনে ডলার ইনকাম করছেন।


আপনিও চাইলে এই কাজ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন।



২. ডাটা মাইনিং (Data mining)


এ জবের কাজ হলো বিভিন্ন ধরনের ডাটা সংগ্রহ করে এক্সেল সিটে এন্ট্রি করতে হয়। এ ধরনের কাজ অনলাইন মার্কেটপ্লেস অনেক বেশি পাওয়া যায়। 


ফ্রিল্যান্সাররা সাধারণত এ ধরনের কাজ অনেক বেশি করে থাকে। অনলাইন মার্কেটপ্লেসেও এই ধরনের কাজ বেশি খোঁজাখুঁজি করা হয়।


এ কাজ করার জন্য বায়ার আপনাকে কোন নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলবে।  আপনাকে শুধু অনলাইনে সে বিষয়ে সম্পর্কে তথ্য সংগ্রহ করে এক্সেল সিটে জমা করতে হবে। 


এরপর যথা সময়ে আপনাকে সেই সিট বায়ারকে পাঠিয়ে দিতে হবে।


ডাটা মাইনিং এর কাজের লোক সংখ্যা যেমন বাড়ছে তেমনি দিন দিন এ কাজের চাহিদাও বাড়ছে।



৩. ডাটা স্ক্রাপিং (Data scraping) – ডাটা এন্ট্রি জব করে ইনকাম


ডাটা  স্ক্রাপিং হলো কোন ওয়েব সাইটে যে সকল ডাটা প্রকাশ করা থাকে না। 


যেমন :ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি ডাটা  স্ক্রাপিং সফটওয়্যার দিয়ে খুজে বের করতে হয়।


এটাই হল ডাটা  স্ক্রাপিং।অনলাইনে বিভিন্ন ধরনের টুলস, প্লাগিন্স কিংবা সফটওয়্যার মাধ্যমে ডাটা স্ক্রাপিং করা যায়।


ফাইবার,আপ-ওয়ার্ক মার্কেটপ্লেসে এ ধরনের কাজ বেশি পাওয়া যায়। ডাটা মাইনিং কাজের পর ডাটা স্ক্রাপিং কাজ অনেক  ফ্রিল্যান্সারদের কাছে জনপ্রিয়।


এই ধরনের কাজ করে প্রতিমাসে অনেক টাকা ইনকাম করা যায়।



৪. ক্যাপচা এন্ট্রি (Captcha entry) – ডাটা এন্ট্রি জব করে ইনকাম


ক্যাপচা এন্ট্রি হলো কোন অ্যাডে কিছুলিখা থাকবে তা হুবহু টাইপ করে দেওয়া।


ক্যাপচা এন্ট্রি সাইটে অনেকগুলো ক্যাপচা দেওয়া থাকবে সেগুলো আপনি হুবহু টাইপ করে দেবেন তার জন্য আপনাকে  নির্দিষ্ট অ্যামাউন্ট পে করা হবে।


এটি সবথেকে সহজ একটি জব।  আপনি জাস্ট ক্যাপচা দেখে দেখে টাইপ করে দেবেন।


ক্যাপচা হিসেবে আপনাকে কোন সংখ্যা, ম্যাথ  কিংবা সাধারণ কোন প্রশ্ন দিতে পারে।


আপনাকে সেগুলি দেখে দেখে টাইপ করে দিতে হবে।  এই কাজ করে সহজে আয় করতে পারবেন।


এ কাজ করে ছোটখাটো ইনকাম করতে পারবেন। এই কাজ করতে তেমন কোন দক্ষতার প্রয়োজন পড়ে না। 



ক্যাপচা এন্ট্রি করার জনপ্রিয় ৫টি ওয়েবসাইট হলঃ


  1. 2captha

  2. Mega Typers

  3. Pro Typers

  4. Kolotibablo

  5. Captcha Typers




৫. ট্রান্সক্রিপশন (Transcription jobs)


ট্রান্সক্রিপশন হলো কোন অডিও বা ভিডিও ফাইল শুনে সেটা টাইপ করে দেওয়া।

এ কাজের জন্য বায়ার আপনাকে কোন অডিও বা ভিডিও ফাইল পাঠাবে। 

সেই ফাইল শুনে সে লিখা টাইপ করে দিতে হবে। বর্তমানে ট্রান্সক্রিপশন জব অনেক জনপ্রিয় একটি জব।

এই কাজের চাহিদা দিন দিন বেড়ে চলছে।  এ কাজ করতে আপনাকে কোন স্কিল জানা লাগবে না।

আপনি কয়েকটা কাজ করতে করতে এই কাজে পারদর্শী হয়ে যাবেন।

অনলাইন মার্কেটপ্লেসে এ ধরনের কাজের ব্যাপকতা খুব বেশি।

এ ধরনের জব করে অনেকেই ভালো পরিমাণ উপার্জন করছেন।


৬. ওয়েব রিসার্চ (Web Research)



ওয়েব রিসার্স অন্যান্য ডটার এন্ট্রি কাজের মধ্যে একটি।  বিভিন্ন দেশের বায়াররা এ কাজের জন্য লোক হায়ার করে।

এই কাজের ডিমান্ড অনেক বিশেষ করে অনলাইন মার্কেটপ্লেসে। মার্কেটপ্লেসে কিংবা মার্কেটপ্লেসের বাইরে ওয়েব রিসার্চ জব করে অনেকে প্রচুর টাকা ইনকাম করছে।

আপনি চাইলে এ জব করে অনলাইন থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন।

এ কাজে বায়ার আপনাকে নির্দিষ্ট করে তথ্য সংগ্রহ করার জন্য বলবে। আপনি সেই নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে রিসার্চ করবেন। 

এবং সংগ্রহ করা তথ্য আপনি বায়ার কে দিবেন। অনলাইন মার্কেটপ্লেসে এ ধরনের কাজ প্রতিনিয়ত পোস্ট করা হচ্ছে। 

এ কাজ জেনে অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ ধরে অর্থ উপার্জন করা যায়।




FAQ: ডাটা এন্ট্রি জব করে ইনকাম

১. মোবাইলে ডাটা এন্ট্রি করে আয় করা কি সম্ভব?


অবশ্যই সম্ভব।  আপনি চাইলে মোবাইলের মাধ্যমে ডাটা এন্ট্রি  জবকরে আয় করতে পারবেন। এর জন্য আপনাকে একটি ভালো এন্ড্রয়েড ফোন এবং ভালো ইন্টারনেট কানেকশন থাকা লাগবে তাহলে আপনি কাজ করে আয় করতে পারবেন।


২. ডাটা এন্ট্রি শিখতে কতদিন লাগে?

ডাটা এন্ট্রি শিখতে নির্দিষ্ট ভাবে বলা যায় না যে কতদিন সময় লাগে। তবে ডাটা এন্ট্রি শিখতে অন্যান্য কাজে তুলনায় কম সময় লাগে।  আপনি যদি ডাটা এন্ট্রি বুঝেন তাহলে খুব কম সময়ে ডাটা এন্ট্রি শিখতে পারেন।  এই কাজ এত সহজে ১৫ থেকে এক মাসের মধ্যে শিখতে পারবেন।


৩. ডাটা এন্ট্রি কাজের ওয়েবসাইট কি কি?

ডাটা এন্ট্রি কাজ করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে। যেমন- Upwork, Freelancer, Fiverr, Truelancer, Flexjobs ইত্যাদি।


৪. ডাটা এন্ট্রি কাজ করে মাসে কত টাকা আয় করা যায়?

ডাটা এন্ট্রি কাজ করে মাসে কত টাকা ইনকাম করা যায় তা নির্দিষ্ট ভাবে বলা যায় না।  মাসে ইনকাম আপনার কাজের উপর নির্ভর করবে।  আপনি যদি নিয়মিত ডাটা এন্ট্রি কাজ করেন তাহলে প্রতি মাসে ১০ থেকে ৩০ হাজারের মধ্যে অনায়াসে ইনকাম করতে পারবেন।




উপসংহার – ডাটা এন্ট্রি জব করে ইনকাম

ডাটা এন্ট্রি জব করে সহজে অনলাইন থেকে ইনকাম করা যায়। 


এই কাজ করার জন্য আপনাকে শুধু কম্পিউটারে বেসিক ধারণাই থাকলে হবে না বরং কিছু আনুষাঙ্গিক জ্ঞান বা ধারণা থাকা দরকার।


এ কাজে অনেক পরিশ্রম যেমন করতে হয় তেমনি অর্থ উপার্জন করা যায়।  বিশ্বব্যাপী কাজের ডিমান্ড অনেক হাই তেমনি এই কাজের পরিমাণও বেশি।


তাই এই ধরনের কাজ করে আপনি অনলাইনে  সহজে উপার্জন করতে পারবেন।


এ কাজের আরো বড় সুবিধা হল অনলাইন মার্কেটপ্লেস ছাড়াও  ইন্টারনেটের মাধ্যমে যে কোন ব্যক্তির বা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি কাজ করতে পারেন। 


এর জন্য আপনার মোবাইল বা কম্পিউটার এবং  ভালো ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। 


কাজটা যদি আপনার জানা থাকে তাহলে দ্রুত আপনি জব পেয়ে যাবেন।


আশা করছি এই ব্লগটি আপনার  খুব উপকারে আসবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪